Blog Details - Jibon Jatrar Journal

হরিদ্বার (Haridwar )

হরিদ্বার (Haridwar )

যখন হরিদ্বার পৌঁছলাম ‘হর কি পাউরি’ ঘাটে সন্ধ্যারতি শুরু হয়ে গিয়েছে ব্রহ্মকুণ্ডের সামনে প্রথমে মাতা গঙ্গার বন্দনা আর তারপর পুরোহিতগণ নদীমাতৃকার উদ্দেশ্যে আরতি করেনঅগণিত ভক্ত সেই মঙ্গলারতি দর্শন করে নিজেদের ধন্য মনে করেন পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় সমুদ্র মন্থনের সময় উত্থিত অমৃত যখন গরুড় আকাশপথে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে কিছুটা অমৃত এই স্থানে পড়ে যায় এবং এই স্থানের নাম হয় ব্রহ্মকুণ্ড কৃষিপ্রধান এই দেশে গঙ্গা যে সত্যিই মাতৃরূপ তাতে সন্দেহর কোন অবকাশ নেই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপন্ন ভাগীরথী আর নন্দাদেবী, ত্রিশূল এবং কামেত পর্বতের হিমবাহ থেকে উৎপন্ন অলকানন্দা দেবপ্রয়াগে একত্রিত হয়ে প্রায় ২৫০ কিলোমিটার পথ হিমালয়ের সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে হৃষীকেশ এবং অতঃপর হরিদ্বারে এসে সমতলে পড়েছে, তাই এই স্থানের নাম ছিল গঙ্গাদ্বার, পৌরাণিক কাহিনীগুলোতেও এই নামেই স্থানটি পরিচিত। তবে ১৮৪০ সালে বাঁধ দিয়ে গঙ্গাপ্রবাহকে কয়েকটি ভাগে (ক্যানাল) বিভক্ত করা হয়ে থাকে, মূলত কৃষিকাজের উন্নতিসাধন হেতু এই বাঁধ দেওয়া হয়েছিল। এখন বর্ষাকাল, তাই গঙ্গার জল বেশ ঘোলাটে, বৃষ্টিপাতের দরুন উচ্চ অববাহিকার মাটি গুলে নদীর জল ঘোলাটে, তবে বছরের অন্যান্য সময়ে বেশ পরিষ্কার থাকে। সন্ধ্যারতির শেষ পর্যায় থেকে মানুষ নিজেদের মনোবাঞ্ছাপূরণের উদ্দেশ্যে নদীবক্ষে প্রদীপ জ্বালিয়ে নদীর স্রোতে তা ভাসিয়ে দেন, বিশ্বাস প্রদীপটি যতদূর না নিভে বয়ে যাবে ততই মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়বে, এমনই প্রচলিত লোকবিশ্বাস। শালের পাতায় পদ্ম সহযোগে বিভিন্ন ফুল আর একটি প্রদীপ। 

হর কি পাউরি ঘাটে পুণ্য অর্জনের জন্যে অনেকে লোহার শিকল ধরে ডুব দিচ্ছেন। ঘাটেই রয়েছে অনেক স্টল, এগুলিকে ভাণ্ডারা বলা হয়। গরিব মানুষ যারা আহারের সংস্থান করতে পারেননা তাঁদের খাওয়ানোর জন্যে ভাণ্ডারাগুলিতে টাকা দেওয়া হয়, প্রতি প্লেট ১০ টাকা ধার্য হয়ে থাকে অর্থাৎ ১০০ টাকা দিলে তা ১০ জনের খাওয়ার জন্যে খরচ হবে, এমনটাই দেখলাম। অনেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন খাবার পাওয়ার আশায়। সাধু সমাগম রয়েছে তবে খুব বেশি নয়। আমরা এগিয়ে চললাম। নদীর তীর ধরে রয়েছে বিভিন্ন ঘাট, সমান্তরালে সংকীর্ণ গলি, পোশাকি নাম ‘মতি বাজার রোড’ যার দুইধারে পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা, কেউ আঁচার, কেউ মিষ্টি, কেউ কাঁসা পিতলের বাসনপত্র, কেউ কম্বল, সোয়েটার বিক্রি করছেন, আবার কারও ট্যুর ও ট্র্যাভেলস-র ব্যবসা ইত্যাদি। রাস্তা দিয়ে চলার সময় তাঁরা পর্যটকদের ডাকেন তাঁদের পসরা দেখানোর আর বিক্রির উদ্দেশ্যে, তবে এই ডাকের উল্লেখযোগ্য ব্যাপার হল বাঙালি পর্যটক বুঝতে পারলে এঁরা ডাকেন বাংলায়, কেউ কেউ বেশ বলতেও পারেন বাংলা ভাষা। আসলে প্রচুর বাঙালি পর্যটকের সমাগম হয় বছরভর আর সেই জন্যেই গাড়োয়ালি ব্যাবসায়িরা বেশ ভালই রপ্ত করে ফেলেছেন বাংলা ভাষা। তাছাড়া এখানে রয়েছে বেশ কিছু বাঙালি হোটেল বিশেষ করে খাবার দোকান, একাধিক দোকান ‘দাদা বউদি’-র দোকান বলেই পরিচিত, খুব ভাল করে লক্ষ্য করলে একটু পার্থক্য অবশ্য চোখে পরবে, যেমন কেউ ‘ডিলাক্স’, কেউ ‘নিউ’, আবার কেউ শুধুই ‘বউদি’-র হোটেল ইত্যাদি। হর কি পাউরি ঘাট, বিড়লা ঘাট হয়ে পৌঁছলাম বিষ্ণু ঘাট, এখানেই একটি হোটেলে আমাদের থাকবার ব্যবস্থা, এরপর আর একটু এগিয়ে গেলে রয়েছে রাম ঘাট। এবার রাত্রিকালীন আহারের পালা, দীর্ঘদিন বাঙালি খাবারের অভাববোধের জন্যেই হয়ত অন্য কিছু না ভেবে ঢুকে পড়লাম একটি বাঙালি হোটেলে, ভাত, ঘি, ডাল, বেগুনি, আলু পোস্ত,পনীর সহযোগে ৬০ টাকায় মিল। সবকটি বাঙালি হোটেলেই এইরকম মিল সিস্টেম আর দাম নির্দিষ্ট। এবার বেশ ক্লান্ত, তাই আজকের মতন বিশ্রাম। 

ঘুম ভাঙ্ল বেশ ভোরে, ঘড়িতে তখন প্রায় ৬ টা। কিছুক্ষণ বিছানায় গড়িয়ে, একটু ফ্রেশ হয়ে চা খেতে বেরলাম প্রায় ৭ টা নাগাদ। আজ যাব হৃষীকেশ। এখান থেকে হৃষীকেশের দুরত্ব প্রায় ১৯ কিলোমিটার। প্রথমে ঠিক করেছিলাম উত্তরাখণ্ড পরিবহনের বাসেই যাব তবে বেড়িয়ে একটি ‘বিক্রম’ (অটো) ভাড়া করে নিলাম, দাম নিল ৮২০ টাকা। সাধারণত পর্যটকরা গাড়ি ভাড়া করেই ঘোরেন, সেক্ষেত্রে দাম পরে প্রায় ১৫০০ টাকা। রাজাজী ন্যাশনাল পার্ক এবং টাইগার রিসার্ভ পার করে চললাম হৃষীকেশের উদ্দেশ্যে, পথে পড়ল স্বামী বিবেকানন্দ উদ্যান, শ্রী তিরুপতি মন্দির, আশ্রম, বেশ কয়েকটি হোটেল। স্কন্দ পুরাণ অনুসারে হৃষীকেশের নাম ‘কুব্জাম্রক’, স্থানীয় মানুষের বিশ্বাস ভগবান বিষ্ণু এখানে একটি আম গাছের নীচে অবতীর্ণ হন। আবার এই স্থান ‘অগ্নি তীর্থ’ নামেও পরিচিত, প্রচলিত ধারণা ভগবান শিব অগ্নি্দেবকে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দেওয়ার পর এই স্থানেই অগ্নিদেব শাপ মুক্তির জন্যে ভগবান শিবের উপাসনা করেন। বেশ ঘিঞ্জি শহর হৃষীকেশ, বিক্রম থামল রাম ঝোলার কাছে ওদের সংগঠনের অফিসের সামনে, ওখানে ৮২০ টাকা জমা করলাম, হাতে বেশি সময় না থাকায় ৩ ঘণ্টা সময় নিলাম, শুনলাম ফেরার সময় ৮০০ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, এটাই নাকি নিয়ম, ওটাই গাড়িভাড়া হিসাবে চালক নিয়ে নেবেন, আমাদের বিক্রম চালক বুঝিয়ে বললেন পদ্ধতিটি। সকালে শুধু চা খেয়ে বেড়িয়েছিলাম তাই বেশ খিদে পেয়ে গিয়েছিল। আর এক দফা চা আর সাথে দোসা সহযোগে প্রাতঃরাশ সারলাম। গাড়োয়ালি দোকানের সামনে বাংলায় লেখা আছে ‘বাঙালি খাবার’, বুঝলাম এখানেও বাঙালি পর্যটকের সংখ্যা বেশ অধিক। খাওয়া দাওয়া সারা হলে পাহাড়ি রাস্তা বেয়ে পৌঁছলাম লক্ষণজী-র মন্দিরে, প্রণাম করে মন্দিরকে ডানহাতে রেখে এগিয়ে চললাম ‘লছমন ঝোলা’-র সন্মুখে। পূর্বে এই সেতুটি দড়িনির্মিত ছিল, ১৮৮৯ সালে ঝুলন্ত সেতুটি লৌহদড়ি দ্বারা নির্মাণ করা হয়, পরবর্তীকালে ১৯২৪ সালে বন্যার দ্বারা ক্ষতিগ্রস্থ হলে সেতুটিকে বর্তমান রূপ দেওয়া হয়। চলতে চলতে রাস্তায় পড়ল ভরত মন্দির,শত্রুঘ্ন মন্দির আর তার কাছেই ‘রাম ঝোলা’, লছমন ঝোলা-র অনুরূপে নির্মিত আর একটি ঝুলন্ত সেতু অপেক্ষাকৃত নবীন যা ১৯৮৬ সালে নির্মাণ করা হয়। এই মন্দিরগুলি আদি শঙ্করাচার্য্য প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। হৃষীকেশের প্রকৃতির রূপ বড়ই মনমুগ্ধকর, গঙ্গা এখানে অনেকাংশেই দূষণমুক্ত। লছমন ঝোলা-র উপর দাঁড়িয়ে প্রকৃতিকে উপলব্ধি করতে করতে মন প্রশান্তিতে ভরে ওঠে। হৃষীকেশে অনেক যোগা (Yoga) প্রশিক্ষন কেন্দ্র চোখে পড়ল, বিদেশী পর্যটকের সংখ্যাও কম নয়। দূর থেকে দেখলাম একদল ছেলে গঙ্গার পাড়ে স্নান করছে, সেতুর উপর একাধিক বানর রেলিঙের উপর বসে আছে, ঝুলন্ত সংকীর্ণ সেতুর উপর দিয়েই চলেছে বাইক বা স্কুটি নিয়ে যাতায়াত- মুহূর্তের মধ্যেই দৈনন্দিন জীবনের একখানি খণ্ডচিত্র ফুটে উঠল। আমরা এগিয়ে চললাম, ফিরতে হবে রাম ঝোলা পার হয়ে বিক্রম স্ট্যান্ডের কাছে, সেখানেই অপেক্ষা করছে গাড়ির চালক। এখানেও দেখা পেলাম একাধিক একই নামের দোকান, ‘চটিওয়ালা’

যখন হরিদ্বার ফিরলাম বেলা প্রায় দেড়টা, দুপুরের খাবার সময়, মধ্যাহ্ণ ভোজন সেরে বিশ্রাম আর তারপর রোপওয়ে করে শিবালিক পাহাড়ে অবস্থিত মনসা দেবীর মন্দির। রোপওয়ে করে উঠতে উঠতে পৌরাণিক কপিলাস্থান আর ইতিহাসের মায়াপুরের অপূর্ব শোভা মানস চিত্রপটে সযত্নে এঁকে রাখলাম। এবার ফিরব, তবে সময় পেলে আবার আসব হিউ এন সাঙের ‘Mo-yu-lo’ তে

 

জুলাই২০১৮

বি.দ্র. এই ভ্রমণ কাহিনীটি প্রথম আমার ব্লগে ২৭শে এপ্রিল ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। পুনরায় ভ্রমণ কাহিনীটি এই সাইটে প্রকাশিত হলো।

সম্পত ঘোষ (Sampat Ghosh)

Travel & Travelogue Blogs

Our Latest Travel & Travelogue Blogs

জব্বলপুর ভ্রমণ (Jabalpur Travel)

দীর্ঘদিন অনবরত কাজ করে বেশ হাঁফিয়ে উঠেছিলাম, অনেক দিন পর রাখী বা রক্ষাবন্ধনের ছুটি পাওয়া গেলো, পরদিন আবার রবিবার, কাজেই পরপর দু'দিন কর্মবিরতি, ঠিক করলাম জব্বলপুর থেকে ঘুরে আসবো।.....

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 22 September 2025
সিঙ্গাপুর: পর্ব-২ (Singapore: Part-2)

বন্ধুদের সাথে ঠিক করলাম, সম্মেলনের শেষ দিনে শেষ হওয়ার পর আমাদের হাতে কয়েক ঘন্টা সময় থাকবে, সেই সময় আমরা একটু ঘুরে দেখবো শহরটা। তবে একদিন একটু পর্যন্ত দুপুরে ঘুরে এলাম চাঙ্গি এয়ারপোর্ট। এই বিমানবন্দরটির মধ্যে রয়েছে একটি ট্রপিকাল ফরেস্টের ছোট সংস্করণ, যা অবশ্যই একটি মনোমুগ্ধকর দ্রষ্টব্য।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 4 Feb 2025
সিঙ্গাপুর: পর্ব-১ (Singapore: Part-1)

পূর্বে একাধিকবার উল্লেখ করেছি আমার ভ্রমণ অধিকাংশ সময়েই কর্মসূত্রে। এর একটা অসুবিধা হলো, ওই স্থানের অনেক দ্রষ্টব্য আমার সময়ের সংক্ষিপ্ততায় দেখা হয়ে ওঠেনা, আবার সুবিধা হলো, এমন কিছু দ্রষ্টব্য, বিশেষত ওই স্থান সম্পর্কিত এমন কিছু তথ্য (যা সম্পর্কে আমার আগ্রহ রয়েছে) জানা যায় বা আমার দেখা হয় যা হয়তো কেবলমাত্র পর্যটক হয়ে এলে দেখা হয়ে উঠতো না। গতবৎসর জুন মাসে একটি বিজ্ঞান সম্মেলনে যোগদান করতে গিয়েছিলাম সিঙ্গাপুরে, আর এই ভ্রমণ কাহিনীটি সেই বিষয়ে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 3 Feb 2025
রাজমহল: পর্ব-২ (Rajmahal: Part-2)

ঘুম ভাঙলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের শব্দে। বাইরে তখন খুবই কুয়াশা, হোটেলের ঘরের কাঁচের জানলা বাষ্পে পূর্ণ, কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না, অবশেষে জানলা খুলে কুচকাওয়াজ দেখছিলাম। তারপর প্রস্তুত হয়ে আমরা আমরা বেরোলাম স্থানীয় বিভিন্ন দ্রষ্টব্যস্থান গুলির উদ্দেশ্যে। গতকাল ছিল ঐতিহাসিক ভ্রমণ, আর আজ আমরা সাক্ষী থাকবো প্রাগৈতিহাসিক কালের কিছু নিদর্শনের। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
রাজমহল: পর্ব-১ (Rajmahal: Part-1)

মালদার নিকট মানিকচক ঘাট থেকে ভেসেলে গঙ্গা পার হয়ে আমরা পৌঁছলাম রাজমহল ঘাটে, তখন প্রায় ১'টা বাজে। মালদা ভ্রমণের পর এবার আমরা রাজমহল ঘুরব। ঝাড়খন্ড রাজ্যের সাহিবগঞ্জ জেলায় রাজমহল অবস্থিত, যা একদা মাল-পাহাড়িয়া উপজাতির গোষ্ঠী মাল রাজা শাসন করতেন। সকালে হোটেল থেকে প্রাতঃরাশ সেরেই বেরিয়েছিলাম আমরা।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
মালদা: পর্ব-৩ (Malda: Part-3)

হাবশী বংশের পরে বাংলার শাসনভার ন্যস্ত হয় হুসেন শাহী বংশের (১৪৯৪ থেকে ১৫৩৮ খ্রিস্টাব্দ) উপর। আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা।  বড়ো সোনা মসজিদ বা বারদুয়ারী মসজিদের নির্মাণ কার্য আলাউদ্দিন হুসেন শাহের সময়কালে আরম্ভ হলেও নির্মাণকার্যটি শেষ হয় নাসিরুদ্দিন নসরৎ শাহের আমলে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
মালদা: পর্ব-২ (Malda: Part-2)

গতকাল রেডিওতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো বেশ ভোরে। হোটেলে প্রাতঃরাশ সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত। আমরা পৌনে ন'টার মধ্যে প্রাতঃরাশ সেরে ন'টা নাগাদ বেরিয়ে পড়লাম। গতকালই আমি অটো-র জন্যে বলে রেখেছিলাম। সঠিক সময়ে আমাদের অটো চালক দাদা এসে গিয়েছিলেন। বর্তমানে মালদা শহরের দক্ষিণে গৌড় এবং উত্তরে রয়েছে পাণ্ডুয়া।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
মালদা: পর্ব-১ (Malda: Part-1)

সকাল ন'টায় কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট সঠিক সময় বিকাল ৩টে-তে মালদা টাউন পৌঁছলো। আর আমরা এসে পৌঁছলাম অতীতের মহানগর গৌড়ে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৬-পাটায়া (Thailand: Part-6-Pattaya)

আজ একটু বেলা করেই উঠলো সবাই। গত কয়েকদিন ধরে বেশ ভোর ভোরই উঠতে হচ্ছিলো সকলকে, আজ একটু বেশিক্ষন বিছানায় কাটানো যাচ্ছে, বেশ লাগছে। গতকাল একটি ফটো আমরা গাড়িতে ফেলে এসেছিলাম, তাই রুডিকে ফোন করে অনুরোধ করলাম সে যেন গতকালের গাড়িটিই আমাদের জন্যে আজকে পাঠায়, সেটিতেই আমরা যাবো পাটায়া।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৫-ব্যাংকক (Thailand: Part-5-Bangkok)

আজ আমাদের ব্যাঙ্কক ঘোরার প্রথম দিন। প্রথমে আমরা যাবো ম্যাকলং রেলস্টেশনে (Maeklong Station)। রেললাইনের দু'পাশে পসরা সাজিয়ে বাজার বসেছে।  ট্রেনটি যখন আসে দোকানগুলির উপর থেকে চাঁদোয়াগুলি সরিয়ে নেওয়া হয়, সংকীর্ণ লাইনটি বেয়ে রেলগাড়িটি স্টেশনে আসে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৪-ফুকেট থেকে ব্যাংকক (Thailand: Part-4-Phuket to Bangkok)

আজও ঘুম ভাঙলো ভোর ৫ টায়। আসলে থাইল্যান্ড সময় দক্ষিণ কোরিয়ার সময়ের থেকে ২ ঘন্টা পিছিয়ে, আমার বায়োলজিক্যাল ক্লক অনুসারে আমি বাড়িতে সকাল ৭ টায় উঠি, কাজেই এখানে তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যাচ্ছে। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৩-ফুকেট থেকে বিভিন্ন দ্বীপ (Thailand: Part-3- Islands near Phuket)

আজ খুব ভোরে, প্রায় ৫ টা নাগাদ, ঘুম ভেঙে গিয়েছিলো। বাইরে তখনও অন্ধকার, বারান্দায় এসে বসলাম, একটু পরে আলো ফুটবে। বেশ ভালো লাগে ভোর হওয়া দেখতে। ৬টা নাগাদ সবাইকে ডেকে দিলাম, প্রাত্যহিক কাজ সেরে ফ্রেশ হয়ে চা-বিস্কুট খেয়ে আমরা অপেক্ষা করছিলাম। সাড়ে সাতটায় গাড়ি এলো আমাদের নিয়ে যেতে। আজ আমরা অনেকগুলি দ্বীপ ঘুরে দেখবো, সমুদ্র যাত্রা, সমুদ্রস্নান সবই হবে, কাজেই বাড়ি থেকে স্নান সেরে নেওয়ার প্রয়োজন ছিল না।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-২-ফুকেট (Thailand: Part-2-Phuket)

অন্তর্দেশীয় বহির্গমন বিমানবন্দরের তিনতলায় অবস্থিত। পূর্বেই বলেছি এবার আমাদের যাত্রা ফুকেটের উদ্দেশ্যে। বিমানবন্দরে নির্দিষ্ট বিমানের কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে, নিরাপত্তা পরীক্ষার পর যখন নির্দিষ্ট দ্বারের সামনে এসে পৌঁছলাম তখন হাতে বেশ কিছুটা সময় ছিল। মা বাবা'রা কলকাতা থেকে অনেক মিষ্টি নিয়ে এসেছিলেন, কয়েকটির সদ্গতি করে বিমানে চড়লাম।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-১ (Thailand: Part-1)

প্রায় দীর্ঘ সাড়ে তিন বৎসর পর কয়েকদিনের ছুটিতে সপরিবারে গিয়েছিলাম থাইল্যান্ড। আগামী কয়েকটি পর্বে আমি আমাদের এই ভ্রমণ কাহিনীটি বিস্তারিত লিখব। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
উহান ডাইরি (Wuhan Diary)

উহান আজ বিশ্ববাসীর কাছে খুব পরিচিত নাম। কোভিড-১৯ এই শহরেই প্রথম সংক্রামিত হয়েছিল। আমার এই শহরের সাথে পরিচয় তার কিছু পূর্বে, ২০১৮ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। একটি বিজ্ঞান সম্মেলনে যোগদান করতে ওই বছর মে মাসে আমি উহান শহরে যাই।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 23 Jan 2025
শঙ্করপুর (Shankarpur)

২০১৭ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম তাজপুর-শঙ্করপুর-দীঘা বেড়াতে। তাজপুর বেড়ানোর অভিজ্ঞতা সম্বন্ধে একটি ব্লগ আমি পূর্বে লিখেছি। আজকের ব্লগে আমি শঙ্করপুর বেড়ানোর অভিজ্ঞতা লিখবো। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
বালাঘাটের অদূরে ঐতিহাসিক স্থান লাঞ্জি (Lanji: A historical place near Balaghat)

বৈচিত্র্যময় ভারতবর্ষের মৃত্তিকার প্রতিটি কণায় কান পাতলে শোনা যায় তার ইতিহাস, লোকসংস্কৃতি, আর দর্শন। এই বৈচিত্র্যময়তার সাথে একাত্মতা অনুভব করেই আমরা সেইস্থানের মাহাত্ম্য অনুধাবন করি।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
সোবেকসান ট্রেক (Sobaeksan trek)

আমি যে খুব ট্রেকিং প্রিয় মানুষ তা নয়, তবে বিগত কয়েক বৎসর ধরে, মানে আমার দক্ষিণ কোরিয়ায় বসবাসের সময়কালের মধ্যে, বৎসরান্তে একবার গবেষণাগারের সকলের সাথে আমি কোনো না কোনো পর্বতে হাইকিং করতে যাই। করোনা মহামারীর পূর্বে ২০১৯ সালের ডিসেম্বর মাসে গিয়েছিলাম সোবেকসানে (সোবেক পর্বতে, কোরিয়ান 'সান' শব্দটির অর্থ পর্বত), আবার ২০২২ সালের ডিসেম্বর মাসেও আমরা গিয়েছিলাম ওই পর্বতে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
ইতিহাসের পটভূমিতে রাজগীর: ফিরে দেখা (Rajgir in the Background of History: A travelogue )

এ ভ্রমণ বৃত্তান্ত আমার ছোটবেলার, আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। বাবার এক বন্ধুর পরিবারের সাথে আমরা গিয়েছিলাম রাজগীর। বাবাকে কখনওই বেড়ানোর দীর্ঘ পরিকল্পনা করতে দেখিনি, হঠাৎ করেই ঠিক করে ফেলতেন, কখনও টিকিট কেটে এনে বাড়িতে এসে আমাদের নিয়ে রওনা হতেন।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
একটা ছোট্ট ট্রিপ মুম্বইতে (A short trip to Mumbai)

মহানগরী মুম্বই, ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন এসে পৌঁছলাম দুপুর প্রায় গড়িয়ে গেছে। এবার সোজা হোটেল। সাকিনাকা-তে আমাদের হোটেল, বিমানবন্দর থেকে বেশি দূরে নয়। আমাদের ফেরার ফ্লাইট সকালে, তাই এই জায়গাটা বেশ সুবিধার হলো আমাদের জন্যে। মুম্বই শহরে দীর্ঘদিন আমি কাটিয়েছি, কলেজের পাঠ শেষ করে কর্মসূত্রে এ শহরে আমি এসেছিলাম।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
তাজপুরের জীবনধারা আর উন্নয়ন: একটি ভ্রমণ কাহিনী (Livelihood and Development of Tajpur: A travelogue)

পূর্ব মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত তাজপুর পশ্চিমবঙ্গের সৈকত পর্যটনের তুলনামূলক নতুন সংযোজন। দ্বাদশ পরিকল্পনা অনুসারে পশ্চিমবঙ্গের অন্তর্গত যে চারটি পর্যটন বর্তনী (Circuit) শনাক্তকরণ  করা হয়েছিল তার মধ্যে প্রথমটি সৈকত কেন্দ্রিক (দীঘা -শঙ্করপুর - তাজপুর  - জুনপুট - মন্দারমনি) আর আমাদের গন্তব্য তাজপুর, জেলে বসতির উপর আধারিত এই পর্যটন কেন্দ্র।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
মুর্শিদাবাদ ভ্রমণ-পর্ব-২ (Murshidabad-Part-2)

সিরাজের মৃত্যুতে অবসান হল আফসার বংশের, ভারতবর্ষের ভাগ্যাকাশে নেমে এলো সূর্যাস্ত। শুরু হল মীর জাফর বংশ, ইতিহাসে যা নাজাফী বংশ বলে পরিচিত। ২৪ শে জুন ১৭৫৭ খ্রিষ্টাব্দে যখন পলাশির যুদ্ধ শেষ হয় আর ২৯শে জুন মীর জাফর মুর্শিদাবাদের সিংহাসনে বসেন, রবার্ট ক্লাইভ যথার্থই বলেছিলেন এই জয় তাঁর নয় বরং এই জয় মীর জাফরের।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
মুর্শিদাবাদ ভ্রমণ-পর্ব-১ (Murshidabad-Part-1)

পড়ন্ত বেলাতেই এসে উপস্থিত হলাম অতীতের মহানগরী ‘মুক্সুবাদ’-এ। নগরীর বাঁ দিক দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, এই নগরের উত্থান তাকে ঘিরেই। নদীপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হেতুই মোঘল সম্রাট ঔরঙ্গজেব নিযুক্ত তৎকালীন বাঙলা, বিহার আর উড়িষ্যার সুবেদার (পরবর্তীকালে ‘নবাব নাজিম’) মুর্শিদকুলী খাঁ ঢাকা থেকে ভাগীরথীর উপকণ্ঠে মুক্সুবাদে রাজধানী স্থানান্তরিত করেন, তাঁর নামানুসারে নগরের নাম পরিবর্তিত হয়ে হল মুর্শিদাবাদ, সূচনা হল ভারতবর্ষের এক নতুন ইতিহাসের।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
বোলপুর শান্তিনিকেতন (Bolpur Santiniketan)

সকাল ১০ টা ১০ র শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া ছেড়ে যখন শান্তিনিকেতন পৌঁছালো তখন বেলা প্রায় সাড়ে বারোটা। বাইরে বেরিয়ে টোটো ধরে হোটেল পান্থনিবাসে পৌঁছলাম প্রায় দেড়টা নাগাদ।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
পাঁচমাড়ি (Pachmarhi)

সময়ের অপ্রতুলতা জীবনধারণের সবক্ষেত্রে উপলব্ধি করলেও, বোধহয় সর্বাধিক প্রকট হয়ে ওঠে দৈনন্দিন ব্যস্ত জীবনের মধ্যে ভ্রমণের সময় অনুসন্ধানে। পাঁচমাড়ি ভ্রমণের সময়েও এর ব্যতিক্রম হয়নি।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 13 Jan 2025
ইয়ংদক ক্র্যাব ভিলেজ এবং সামুদ্রিক খাদ্য (Yeongdeok Crab Village and Seafood)

আনদং বিশ্ববিদ্যালয় থেকে ইয়ংদেওক বা ইয়ংদক (Yeongdeok, South Korea) সমুদ্র সৈকতের দূরত্ব ৫৫-৬০ কিলোমিটারের মতন, সময় লাগে ঘন্টা খানেক। অপূর্ব সুন্দর সৈকতের পাশাপাশি ইয়ংদক বিখ্যাত তার মৎস বন্দর আর বিশেষত কাঁকড়ার জন্যে। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 13 Jan 2025
হরিদ্বার (Haridwar )

যখন হরিদ্বার পৌঁছলাম ‘হর কি পাউরি’ ঘাটে সন্ধ্যারতি শুরু হয়ে গিয়েছে। ব্রহ্মকুণ্ডের সামনে প্রথমে মাতা গঙ্গার বন্দনা আর তারপর পুরোহিতগণ নদীমাতৃকার উদ্দেশ্যে আরতি করেন, অগণিত ভক্ত সেই মঙ্গলারতি দর্শন করে নিজেদের ধন্য মনে করেন।........

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 13 Jan 2025